কলকাতা

সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীদের স্পেশাল লোকাল ট্রেনে উঠতে দেওয়া হোক, রেলকে চিঠি দিল নবান্ন

করোনার জেরে গতকাল থেকেই লোকাল ট্রেন বন্ধ করেছে রাজ্য সরকার। কিন্ত জরুরি পরিষেবার কর্মীদের জন্য বিশেষ ট্রেন চালাচ্ছে রেল। সেখানে যাতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের উঠতে দেওয়া হয় সে ব্যাপারে রেলের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় হাওড়া-শিয়ালদহ ডিভিশনে চিঠি পাঠাল নবান্ন। তার আগে রেল কর্তাদের সঙ্গে ফোনেও কথা বলেন নবান্নের আধিকারিকরা। তারপর লিখিত ভাবে এই চিঠি পাঠানো হয় রেলকে। জানা গিয়েছে, বেশকিছু ঘটনা নিয়ে গতকাল থেকে শুক্রবার পর্যন্ত নবান্নে অভিযোগ জমা পড়েছে। এদিন রাজ্য সরকার চিঠির লিখে রেলকে বলেছে, সরকারি-বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যাদের যোগ রয়েছে তাদের যেন আই কার্ড দেখে স্পেশাল লোকাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়।