বিজ্ঞান-প্রযুক্তি

অশ্লীলতার কারণে ১৮ টি ওটিটি প্ল্যাটফর্মকে বন্ধ করে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক

একাধিক সতর্কতার পরে অশ্লীলতা এবং অশ্লীল বিষয়বস্তুর জন্য ১৮টি ওটিটি প্ল্যাটফর্মকে ব্লক করে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বন্ধ করে দেওয়ার তালিকায় রয়েছে আরো ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ, এছারা ওটিটি প্ল্যাটফর্মের অন্তর্গত ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকেও  দেশব্যাপী ব্লক করা হয়েছে বলে সরকার জানিয়েছে।জানানো হয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মে দেখানো ছবিগুলি অত্যন্ত নিম্নমানের এবং কুরুচিকর। ১৯ টি ওয়েবসাইট, ১০ টি অ্যাপ এবং ৫৭ টি স্যোশাল মিডিয়া যারা এই ওটিটি-র সঙ্গে যুক্ত ছিল তারা আর তাদের ছবি দেখাতে পারবেন না। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, এই ওটিটি প্ল্যাটফর্মগুলিকে আগে থেকে চিহ্নিত করা হয়েছিল। তাঁদের দেখানো ছবিগুলি একেবারে নিম্নরুচির। এই ধরণের ছবি দেখানো হলে সামাজিক মূল্যবোধ বিঘ্নিত হবে। সমাজে শিক্ষক, পড়ুয়া এবং পরিবারের অবক্ষয় হবে। ফলে এই ওটিটি প্ল্যাটফর্মগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। কেন্দ্রীয় আইটি আইন মেনেই এই প্ল্যাটফর্মগুলিকে বন্ধ করা হয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে। তবে তারা যদি নির্দিষ্ট গাইডলাইন না মেনে চলে তবে কঠোর পদক্ষেপ নিয়ে সরকার বিন্দুমাত্র চিন্তা করবে না।  কেন্দ্রীয়মন্ত্রক জানিয়েছে, সতর্ক করা সত্ত্বেও এই প্ল্য়াটফর্মগুলি বেলাগামভাবে নগ্নতা, অশ্লীলতা, পর্নোগ্রাফিক বিষয়বস্তু তাদের প্ল্যাটফর্মের অংশ করেছে ৷ ১০টি অ্যাপের মধ্যে ৭টি রয়েছে গুগল প্লে স্টোরে এবং ৩টি অ্যাপল অ্যাপ স্টোরে। ব্লক হয়ে যাওয়া ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে আছে –Dreams Films, Voovi, Yessma, Uncut Adda, Tri Flicks, X Prime, Neon X VIP, Besharams, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix এবং Prime Play। অ্যাপগুলির মধ্যে একটি গুগল প্লে স্টোর থেকে ১ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে। আরও দুটি ৫০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন, নিয়মবিধি লঙ্ঘন করার কারণে গত ১২ মার্চ থেকেই এই প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, অন্য়ান্য মন্ত্রকের সঙ্গে আলোচনার পর 2000 সালের তথ্যপ্রযুক্তি আইন অনুসারেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷