খেলা বিনোদন

‘পরোক্ষভাবে যৌন হেনস্থাকারীদের রক্ষা করছে কেন্দ্রীয় সরকার’, কুস্তিগীরদের সমর্থনে এবার এগিয়ে এলেন স্বরা-পূজা-সোনুরা

অভিনেত্রী-প্রযোজক পূজা ভাটের পর কুস্তিগীরদের সমর্থনে এগিয়ে এলেন অভিনেত্রী স্বরা ভাস্কর এবং সোনু সুদ। শুক্রবার যৌন হয়রানির অভিযোগে WFI সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদকারী কুস্তিগীরদের সমর্থনে টুইট করলেন সোনু সুদ এবং স্বরা ভাস্কর। এই মুহূর্তে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (WFI) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছেন দেশের শীর্ষস্থানীয় কুস্তিগীর রা। সঙ্গীতা ফোগাট, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া-সহ আরও অনেকের মতো একাধিক শীর্ষ কুস্তিগীররা এই প্রতিবাদের অংশ হয়েছেন। শুক্রবার সোনু সুদ হিন্দিতে টুইট করে বলেছেন, “দেশের ক্রীড়াবিদরা অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে কুস্তির লড়াইয়ে জিতবেন। জয় হিন্দ।” অন্যদিকে শুক্রবার টুইটারে, স্বরা অ্যাথলেটদের প্রতি সমর্থন জানিয়ে একটি ভিডিও বার্তায় বলেছেন, “লজ্জাজনক যে আমাদের শীর্ষ আন্তর্জাতিক ক্রীড়াবিদরা যৌন হয়রানির বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন কিন্তু অভিযুক্ত বিজেপি এমপিকে সরকার দ্বারা ধারাবাহিক ভাবে রক্ষা করা হচ্ছে। অবিলম্বে ব্রজ ভূষণ সিং-এর বিরুদ্ধে বরখাস্ত এবং তদন্ত করার দাবি জানাই।” ভিডিওতে, স্বরা বলেছেন, ‘আমার মতে কেন সরকার তাঁদের সমর্থন করছেন না কারণ তাঁরা আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ, কিন্তু এই ধরনের উল্লেখযোগ্য কুস্তিগীরদের অবস্থা যদি এমন হয়, তাহলে দেশের সাধারণ মহিলাদের ভাগ্য কী হবে। দেশের জন্য তাঁরা যদি আন্তর্জাতিক পদক জেতে তাহলে তো ক্রীড়াবিদদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন দেশের ক্ষমতাসীন নেতারা, তাহলে এখন তাঁদের থেকে কেন দূরত্ব বজায় রাখছেন। জনগণকে তাঁদের সমর্থনে আসার অনুরোধ জানাই।’

https://twitter.com/SonuSood/status/1651829932522373122