জেলা

‘কড়া ব্যবস্থা নেওয়া হবে, শান্তি প্রতিষ্ঠা হবেই’, রিষড়ায় বললেন রাজ্যপাল

মঙ্গলবার উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে এসেছেন রাজ্যপাল। কলকাতায় তিনি বলেন, ‘মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে। যে কোনও মূল্যে সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করছেন, তাঁদর ছাড় দেওয়া হবে না।’ দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে দুর্বৃত্তদের মোকাবিলা করব।’ সেই মন্তব্যের পরই রিষড়ার উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। রিষড়ায় পৌঁছে তিনি স্থানীয়দের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন । সেই সময়ই বাসিন্দারা রাজ্যপালকে অভিযোগ জানান, গতকাল রিষড়ার ঘটনায় বহিরাগতরাই ছিলেন। তারইমধ্যে অনির্দিষ্টকালের জন্য রিষড়া এবং শ্রীরামপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন ওই জায়গায় ১৪৪ ধারা জারি থাকবে।

রিষড়ায় রাজ্যপালের সফর নিয়ে ‘খুশি’ রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি। এই পরিস্থিতিতে উনি সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন।’’ সম্প্রতি রাজ্যে অশান্তির ঘটনায় রাজ্যপাল বোসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ‘‘গোপালকৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনখড়ের মতো ভূমিকা ওঁর মধ্যে এখনও দেখিনি।’’ এর পর মঙ্গলবার রিষড়ায় রাজ্যপালের সফর নিয়ে সন্তোষ প্রকাশ করলেন সুকান্ত।