কলকাতা

পঞ্চায়েত ভোট মিটতেই দিল্লি সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস

গত কয়েকদিন ধরে পরিদর্শন করেছেন ‘গ্রাউন্ড জিরো’। রাজ্যে পঞ্চায়েত ভোট মিটতেই দিল্লি সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার সম্ভাবনা। পঞ্চায়েত ভোটে ‘সক্রিয়’ রাজ্যপাল। মনোনয়ন পর্বে অশান্তির পর, ভাঙড় ও ক্যানিংয়ে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এরপর ২ দিনের উত্তরবঙ্গে সফরে কোচবিহারে যান সিভি আনন্দ বোস। বাদ দেননি দিনহাটাও। শেষপর্যন্ত যেদিন বাসন্তীতে দিয়ে নিহত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন, সেদিন রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে লিখিত অভিযোগ করে তৃণমূল। কোনও একটি নির্দিষ্ট জেলা নয়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার দিনভর অশান্তি চলে গোটা রাজ্যেই। সঙ্গে ছাপ্পা ভোট! ৭ জেলার ভোটের বলি ১৫ জন। এদিকে পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গায় পরিদর্শন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন রাজ্যপাল।