দেশ

মুখ্যমন্ত্রীর ধরনার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের

মুখ্যমন্ত্রীর ধর্নার কয়েকঘণ্টা আগেই কেন্দ্রীয় বরাদ্দ আদায় নিয়ে রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক৷ কেন্দ্রের সর্বস্তরে বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানালেন রাজ্যপাল৷ পাশাপাশি তিনি বললেন, সর্বস্তরে আলোচনা হয়েছে৷ কেন্দ্রের তরফে যা করার শীঘ্রই আপনারা দেখতে পাবেন৷ ইডিকে সম্প্রতি নিজের কাজ করতে বাধা দেওয়া হয়েছিল৷ কিন্তু ইডি কাজ করেছে৷ আগামী দিনেও করে চলবে, বললেন রাজ্যপাল৷ বিবৃতি দিয়ে তিনি দাবি করলেন, রাজ্যের আইনশৃঙ্খলার পাশাপাশি, সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যপাল৷ তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, এখনই তা বিস্তারিত ভাবে বলতে নারাজ তিনি৷ তবে কেন্দ্রের তরফে সব রকমের পদক্ষেপ করা হয়েছে বলেই বিবৃতি দিয়ে দাবি করলেন রাজ্যপাল৷ রাজ্যপাল বলেছেন, ‘কোনও একটি ঘটনা, কোনও এক নির্দিষ্ট অপরাধীকে ধরে এই ফোরামে আলোচনা করা সম্ভব নয়৷ আমি মনে করি, আইন নিজের পথ ধরেই চলবে৷ আপনারা দেখেছেন, শেষ কয়েকদিন ধরে আইনরক্ষকেরা একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গে৷ এই কার্যক্রম চলতেই থাকবে৷ ’ তিনি বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ও আমার মধ্যে কী কথা হয়েছে, তা প্রকাশ্যে বলা সম্ভব নয়৷ এ রাজ্যের যা প্রাপ্য রয়েছে, তা অবশ্যই রাজ্য পাবে৷ তবে কেন্দ্রীয় সরকারের মানদণ্ড পূরণ করতে হবে৷ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়া হবে৷’