কলকাতা

হনুমান জয়ন্তীতে সম্প্রীতির বার্তা দিতে শহরের পথে রাজ্যপাল, কথা বললেন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারীকদের সঙ্গে

হনুমান জয়ন্তীতে সম্প্রীতির বার্তা দিতে শহরের পথে রাজ্যপাল সি ভি আনন্দ বোস । পাশাপাশি নিরাপত্তা খতিয়ে দেখতে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সকালে সম্প্রীতি রক্ষার্থে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। যান একবালপুর এলাকাতেও। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারীকদের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর সেথান থেকে তিনি যাবেন মোমিনপুর ও হাওড়ার বিভিন্ন এলাকায়।