নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে জেল বন্দি। তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই। গত বছর গ্রেপ্তার হন পার্থ। এরপর সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে পার্থকে একাধিকবার জেরা করেছে। তবে নিয়ম অনুযায়ী প্রয়োজন ছিল রাজ্যপালের অনুমতির। মঙ্গলবার সেই অনুমতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী রাজ্যের কোনও মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য বিধানসভার স্পিকারের পাশাপাশি রাজ্যপালের অনুমতির প্রয়োজন হয়। তার কারণ, রাজ্যপালই শপথ বাক্য পাঠ করান মন্ত্রীদের। সেই কারণে অনুমতি চেয়েছিল সিবিআই। যা মঞ্জুর করেছেন রাজ্যপাল। পার্থের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিলেন রাজ্যপাল।


