জটিলতা কাটিয়ে রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পাঠাল রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার এক্স হ্যান্ডেলে রাজভবনের মিডিয়া সেলের তরফে এ কথা জানানো হয়েছে। এদিন অপরাজিতা বিল ২০২৪ সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট রাজ্য দেয়নি। এই অভিযোগ তুলে রাজ্য বিধানসভায় বিল পাশ এই বিল রাজভবনের তরফে এখনই ছাড়পত্র দেওয়া হবে না বলে সূত্র মারফত জানা যায়। রাজ্যপালের অভিযোগ, এই বিলের সঙ্গে রাজ্যের তরফে কোনও টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি। টেকনিক্যাল রিপোর্ট বিলে ছাড়পত্র দেওয়ার জন্য জরুরি। না থাকলে রাজ্যপাল কোনও বিলেই সম্মতি দিতে পারেন না। রাজ্যপাল বলেন, বাংলার অপরাজিতা বিল নতুন কিছু নয়। অন্ধ্র, অরুণাচল, মহারাষ্ট্রের নারী সুরক্ষা বিলের অনুকরণ মাত্র। কোনও বিলের ক্ষেত্রেই প্রয়োজনীয় রিপোর্টটি পাঠানো হয়নি বলে অভিযোগ। কোনও টেকলিক্যাল রিপোর্ট ছাড়া বিল পাঠিয়েছে রাজ্য। ওই রিপোর্ট না পাঠিয়ে রাজ্য পরে বিল পাশ না হওয়ার জন্য রাজভবনের উপর দোষারোপ করতে পারে। যা সঠিক নয়।