জুলাইতে ফের বাড়তে চলেছে মহার্ঘভাতা । করোনার কারণে ২০২০ সালের জানুয়ারি থেকে পরের বছর ৩০ জুন পর্যন্ত কেন্দ্র মহার্ঘভাতা দেওয়া বন্ধ রেখেছিল। সেই সুদীর্ঘ বিরতির পর গত জুলাইতে প্রথম মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সপ্তম পে কমিশন। এক ধাক্কায় ১৭ শতাংশ থেকে বেড়ে করা হয় ২৮ শতাংশ। ওই বছর পুজোতেও আরও এক দফা ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় পে কমিশন। এক ধাক্কায় ডিএ বৃদ্ধি পায় তিন গুন। হিসেব করা হয় ১ জুলাই থেকে। পরের বছর ২০২২-য়ের জানুয়ারিতে আরও একবার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে পে কমিশন। ডিএ দেওয়া হয় ৩৪ শতাংশ হারে। জুলাইতে ডিএ কত হারে বৃদ্ধি করে সেটাই দেখার।