আজ দক্ষিণেশ্বরে লাইট অ্যান্ড সাউণ্ডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ দক্ষিণেশ্বরটা আমি চোখে মেলে, ভালো করে পুরোটা দেখলাম। দেখে মনে হল, এটা internationally beautiful place। জেটি সার্ভিস হয়ে গিয়েছে, রেল সার্ভিসও হয়ে গিয়েছে। একদিন হেলিপ্যাড সার্ভিসও করে দেব আমরা’। মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা একটা গেস্ট হাউস তৈরি করছে। বাড়িটা বাড়িটা হয়েছে, কিন্তু বাড়িটা গোছানো হয়নি। ওদের বলেছি, কারও কাছে চাইবে না। কেএমডিএ আরও দশ কোটি টাকা দেবে। ওই টাকা দিয়ে গেস্ট হাউসটা কমপ্লিট করবে’। নির্ধারিত কর্মসূচির ফাঁকে এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজোও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


