দেশ

সমকামী বিবাহের বিরোধিতা করে রাষ্ট্রপতিকে খোলা চিঠি প্রাক্তন বিচারপতি-আমলাদের

সমকামী বিবাহের বিরোধিতা করে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে খোলা চিঠি লিখলেন ভারতের একদল প্রাক্তন বিচারপতি , আইপিএস আধিকারিক ও আমলারা। মোট ১২১ জন বিশিষ্ট নাগরিকের লেখা ওই চিঠিতে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য , ধর্মীয় বিশ্বাস ও সামাজিক মূল্যবোধ রক্ষার জন্য এই বিষয়ে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন তাঁরা। ১২১ জন নাগরিকের মধ্যে ৬ জন রাষ্ট্রদূতও আছেন। ওই চিঠিতে তাঁরা লিখেছেন, “যদি আমরা সমকামী বিবাহের ধারণাকে গ্রহণ করে নিয়ে এটিকে নৈতিক ভাবে মেনে দেওয়ার জন্য আইনে সংশোধন করি তাহলে সমকামী বিবাহের সংস্কৃতি-র জন্য দরজা খুলে যাবে। আমাদের সমাজ ও সংস্কৃতি সমকামী বিবাহের ধারণাকে গ্রহণ করে না। কারণ এটা আমাদের মূল্যবোধের সঙ্গে কোনও ভাবে খাপ খায় না। বরং এই বিবাহের ধারণা আমাদের সমাজের চোখে অনৈতিক ও অপ্রাকৃতিক।”