দেশ

গুজরাতে ৩ তলা বাড়ি ভেঙ্গে মৃত শিশু সহ ৪

গুজরাতের জামনগরে বাড়ি ভেঙ্গে শিশু সহ চারজনের মৃত্যু হল। ঠিক কী কারনে ওই বাড়ি ভেঙ্গে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। জামনগরের সাধনা হাউসিং কলোনিতে তিনতলা বাড়ি ভেঙ্গে পড়ে। বাড়ি ভাঙ্গার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান, বাড়িটির কাঠামোগুলি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। সেখান থেকেই এই ঘটনা ঘটেছে। উদ্ধারকারী দল বাড়ির ধ্বংসস্তূপ থেকে সাতজনকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসা চলাকালীন তিনজনের মৃত্যু হয়েছে। জামনগরের এসপি প্রেমসুখ দেলু এমনটাই বলেন।  অনেকেই আশঙ্কিত, বাড়ির ধ্বংসস্তূপের তলায় আরো অনেকে চাপা পড়ে থাকতে পারেন। সেজন্য জোর কদমে উদ্ধার কাজ চলছে। স্থানীয় কর্তৃপক্ষ বাড়ি ভাঙ্গার তদন্ত শুরু করেছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। পুলিশ সূত্রের বক্তব্য, বাড়িটির ভগ্নদশা হয়েছিল। বাড়ির কাঠামো নষ্ট হয়ে গিয়েছিল। বাড়িটিতে ঝুঁকি নিয়ে বাসিন্দারা বাস করছিলেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে।