ফের ভূমিকম্পের কবলে গুজরাত। শুক্রবার রাত ১০টা ১৫মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় আহমেদাবাদ, গান্ধিনগর, মেহনসা সহ গুজরাতের একাধিক শহরে। কেঁপে ওঠে পালানপুর, পাটান, আমবাজি অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। গান্ধিনগরের ‘ইন্সট্যিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ’-এর তথ্য অনুযায়ী, ভূমুকম্পের কেন্দ্র গুজরাতের বানসকণ্ঠ জেলার পাটান অঞ্চলের ১৩ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অবস্থিত। ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। গতবছর ফেব্রুয়ারি মাসে ভূমিকম্প হয়েছিল গুজরাতে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৮। ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চের (আইএসআর) আধিকারিকরা জানান, ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কম্পনের উৎসস্থল সুরত থেকে ২৭ কিমি দূরে।