ঘরের কাজ ঠিকমত হয়নি, সেই কারণে মেয়েকে খুন করল বাবা। গুজরাতের সুরাতে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে ঘরের কাজ ঠিকমত না হওয়ায় মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে এক ব্যক্তি। পরপর ২৫বার মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে কার্যত ক্ষতবিক্ষত করে দেয় ওই ব্যক্তি। এরপর স্ত্রীকেও মারধর করে ওই ব্যক্তি। গত ১৮ মে-র ওই ঘটনা ক্যামেরায় ধরা পড়ার পর সেই ফুটেজ এবার ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার পর অভিযুক্তের স্ত্রী রেখার এফআইআরের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। সুরাটের সত্যনগর সোসাইটিতে থাকত রামানুজ নামে এক ব্যক্তি। মেয়েকে কেন ছাদে শুয়ে রয়েছে, সেই প্রশ্ন করে স্ত্রী রেখার সঙ্গে বিবাদ শুরু হয় রামানুজের। এরপর স্ত্রীকে মারধর শুরু করতেই সন্তানরা বাধা দেয় রামানুজকে। রাগের চোটে এরপর রামানুজ নিজের মেয়েকে কোপাতে শুরু করে ছুরি দিয়ে। পরপর ২৫ বার ছুরির কোপ দিয়ে শেষ পর্যন্ত মেয়েকে খুন করে রামানুজ নামে ওই ব্যক্তি। ঘটনার পর অভিযুক্তের স্ত্রী পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ রামানুজ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।