খেলা

RR vs GT : রাজস্থান রয়্যালসকে হারালো গুজরাত টাইটান্স

রুদ্ধশ্বাস জয় গুজরাত টাইটান্সের। পর পর দুই ম্যাচে হারা দল শেষ মুহুর্তে হারিয়ে দিল টেবল টপারদের। রাজস্থান রয়্যালসের ঘরের মাঠের নায়ক হয়ে উঠলেন রশিদ খান। তাঁর ঝোড়ো ইনিংসে ভর করেই অ্যাওয়ে ম্যাচ জিতে নিল শুভমান গিলের দল। বুধবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে বৃষ্টির জন্য দেরি করে খেলা শুরু হয়। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স। শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের। ৪২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপ বাড়ে। সেখান থেকে দলের রাশ ধরেন অধিনায়ক সঞ্জু স্যামসন ও দুরন্ত ফর্মে থাকা রিয়ান পরাগ। উইকেট বাঁচানোর পাশাপাশি মারকাটারি ব্যাটিং করেন সঞ্জু ও রিয়ান। চতুর্থ উইকেটে ১৩০ রানের পার্টনারশিপ করে দলকে শক্তিশালী জায়গায় পৌছে দেয় সঞ্জু ও রিয়ানের জুটি। অর্ধশতরান করেন দুজনেই। রিয়ান পরাগ ৪৮ বলে ৭৬ রান করে আউট হন। ৫টি ছয় ও ৩টি চারে সাজানো তাঁর ইনিংস। সঞ্জু শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৮ বলে ৬৮ রানে। ৭টি চার ও ২টি ছয় মারেন তিনি। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান করে রাজস্থান রয়্যালস। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়েছিল গুজরাত টাইটান্সের। ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন অধিনায়ক শুভমান গিল ও সাই সুদর্শন। একটু ধীর গতিতে হলেও ৬৪ রান যোগ করেন তারা। সাই সুদর্শন ৩৫ রান করে আউট হন। এরপর একদিক থেকে গিল দাঁড়িয়ে থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে গুজরাত। নিজের অর্ধশতরান করেন গিল। শুভমান গিল ৭২ রানের আউট হওয়ার পর চাপে পড়ে যায় গুজরাত। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শাহরুখ খান আউট ১৪ করে। একটা সময় ম্যাচের রাশ ছিল পুরো রাজস্থানের হাতে। কিন্তু রাশিদ খান ও রাহুল তেওয়াটিয়া জুটি ম্যাচ উইনিং ইনিংস খেলেন। রাজস্থানের জয়ের গ্রাস মুখের সামনে থেকে কেড়ে নেন দুজন। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। রাহুল তেওয়াটিয়া ১১ বলে ২২ করে আউট হলেও ম্যাচ ফিনিশ করেন রাশিদ খান। শেষ বলে বাকি ছিল ২ রান। চার মেরে ম্যাচ ফিনিশ করেন রাশিদ।