বিনোদন

Article 370 : ‘আর্টিকল ৩৭০’ নিষিদ্ধ উপসাগরীয় সব দেশে

মুক্তির তিনদিনের মাথায় বড় ধাক্কা খেল ইয়ামি গৌতম অভিনীত ছবি ‘আর্টিকল ৩৭০’। জানা যাচ্ছে, এদেশে এই ছবি ভালো ব্যবসা করলেও, উপসাগরীয় দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাহরিন, কুয়েত, ইরাক, ওমান কাতার, সৌদি আরবে নিষিদ্ধ হয়েছে আদিত্য ধর পরিচালিত ‘আর্টিকল ৩৭০’। আরব আমিরশাহিতে দেখা যাবে ‘আর্টিক্যাল ৩৭০’। এর আগে সংযুক্ত আরব আমিরাত ছাড়া সমস্ত উপসাগরীয় দেশে নিষিদ্ধ হয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’।