কলকাতা

গোষ্ঠীদ্বন্দ্বের জের! বেহালায় চলল গুলি

রবিবার দুপুরে গুলি চলল খোদ কলকাতায়। বেহালার মুচিপাড়া এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আর এর পিছনে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রধান কারণ বলে জানাচ্ছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ঘটে এবং এর ফলেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি কার্তুজের খোল। তবে এ ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়নি।  আর এই গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী জানান, কলকাতা পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডের টিকিট বণ্টন নিয়ে ওর সঙ্গে দীর্ঘদিন ধরেই এলাকার কিছু তৃণমূল কর্মীর বচসা চলছিল। রবিবার বাইকে চেপে হঠাৎই অর্ণব এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান‌। তৃণমূল কর্মীদের বক্তব্য, অর্ণব ওয়ার্ডের বাসিন্দা না হওয়া সত্ত্বেও অযথা ঝামেলা করছেন।  যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ভরদুপুরে এরকম গুলি চালানোর ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে সঙ্গে অন্য কোনও ঘটনার যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।