ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই ঘিরে নতুন করে আতঙ্ক ছড়াল জম্মুর কাঠুয়া জেলায়। জানা গিয়েছে, রবিবার হীরানগরের সান্যাল এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। জওয়ানরা গোপন আস্তানার দিকে এগতেই বিপদ বুঝে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। সূত্রের খবর, জঙ্গিরা প্রত্যেকেই জয়েশ-ই-মহম্মদের সদস্য। দু’পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে জখম হয়েছে এক নাবালিকা। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। জম্মুতে জঙ্গি হামলার ঘটনা দিন দিন বাড়ছে। সম্প্রতি কাঠুয়ায় এক নাবালক সহ তিনজন নিরীহ নাগরিককে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। গত ১৭ মার্চ জম্মুর কুপওয়াড়ায় এক সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী।
