থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্দুকবাজের তাণ্ডব। সোমবার সকালে চাতুচাক জেলার ওর তর কর বাজার এলাকায় নির্বিচারে গুলি চালাল এক বন্দুকবাজ। ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন একজন মহিলা ব্যবসায়ী ও চার নিরাপত্তারক্ষী। জখম হয়েছেন অন্তত দু’জন। পরবর্তীতে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয় অভিযুক্ত। জানা গিয়েছে, ব্যক্তিগত আক্রোশের কারণেই এই হামলা। ব্যাংককের অন্যতম জনপ্রিয় বাজার এলাকায় এই হামলার ঘটনায় প্রবল আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যেও। সূত্রের খবর, হামলাকারীর পরিচয় জানা গেলেও তদন্তের কারণে পুলিসের তরফে তার সম্পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি। ব্যাংককের মেট্রোপলিটন পুলিস কমিশনার এক বিবৃতিতে জানিয়েছেন, মিস্টার নই নামে ওই ব্যক্তির স্ত্রী ওর তর কর বাজারে খাবারের দোকান চালাতেন। ২০১৯ বা ২০২০ সাল নাগাদ নইয়ের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনায় বাজারের নিরাপত্তারক্ষীদের উপর প্রবল ক্ষুব্ধ হয় সে। গাড়িপ্রেমী মিস্টার নই সেই রাগ থেকেই এদিন বাজারে হামলা চালান। হাড়হিম করা ঘটনার একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গুলির শব্দ শোনামাত্র আতঙ্কে ছোটাছুটি করছেন ক্রেতারা। আরেকটি ভিডিওতে বন্দুকবাজকে পার্কিং লটে দেখা গিয়েছে। কালো টি শার্ট, হাফ প্যান্ট ও টুপি পরিহিত মিস্টার নইকে হামলার পর একটি হ্যান্ডগান নিয়ে বেঞ্চে বসে থাকতেও দেখা যায়। পরে অবশ্য আত্মঘাতী হয় সে। সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছে থাইল্যান্ড। এই পরিস্থিতিতে ব্যাংককের গুলিকাণ্ড নিয়ে বিভিন্ন জল্পনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও পুলিসের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে যুদ্ধের কোনও সম্পর্ক নেই।


