জেলা

ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত গুয়াহাটি-বিকানের আপ এক্সপ্রেসের ১২টি বগি

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা৷ লাইনচ্যুত ১৫৬৩৩ গুয়াহাটি-বিকানের আপ এক্সপ্রেস ৷ জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে ঘটনাটি ঘটেছে ৷ রেলের তরফে জানানো হয়েছে যে ১২টি বগি লাইনচ্যূত হয়েছে ৷ বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, তাতে বহু যাত্রী আহত হয়েছেন ৷ এখনও কোনও মৃত্যুর খবর মেলেনি ৷ রেলের তরফে উদ্ধার

কাজ শুরু হয়েছে ৷ ঘটনাস্থলে রিলিফ ট্রেন ও মেডিক্যাল ভ্যান নিয়ে হাজির হয়েছেন আলিপুরদুয়ারের ডিআরএম ও এডিআরএম৷ জলপাইগুড়ির পুলিশ সুপারও ঘটনাস্থলে গিয়েছেন ৷ অসমর্থীত সূত্রে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তাঁদের নাম-পরিচয় এখনও জানা যায়নি ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ যাঁদের আঘাত গুরুতর তাঁদের উত্তরবঙ্গ

মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷আহত এক যাত্রী জানিয়েছেন, হঠাৎ করেই ধাক্কা অনুভব করেন ৷ তার পর আর কিছু মনে নেই ৷ পরে দেখেন যে ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যূত হয়ে পড়ে রয়েছে ৷  রেল সূত্রে জানা গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করা হয়েছে। উলটে যাওয়া বগি কেটে বের করা হচ্ছে

যাত্রীদের।  জলপাইগুড়ির জেলাশাসক জানিয়েছেন, ইতিমধ্যেই তিন যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। আহত ও মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, প্রথমদিকে উদ্ধার হওয়া আহতদের নিয়ে যাওয়া হয় ময়নাগুড়িতে। পরবর্তীতে জেলার বিভিন্ন ব্লক থেকে ৩০টি অ্যাম্বুল্যান্স ইতিমধ্যেই রওনা হয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে। ইতিমধ্যেই রেলের তরফে চালু করা হয়েছে

হেল্পলাইন। মৃত ও আহত যাত্রীদের পরিবারের সন্ধান পেতে ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলির যাত্রীদের তালিকা তৈরির কাজ শুরু করা হচ্ছে বলে খবর।  এদিকে অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হতে হচ্ছে উদ্ধারকারীদের ।