দেশ

জ্ঞানবাপী মসজিদ মামলা বারাণসী আদালতে ফেরত পাঠাল সুপ্রিমকোর্ট

জ্ঞানবাপী মসজিদে সার্ভের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। শুক্রবার শীর্ষ আদালত সেই মামলা বারাণসীর জেলা আদালতে ফেরত পাঠাল। আদালত জানিয়েছে, এই বিষয়ে বারাণসী জেলা আদালত আবেদন শুনবে। পাশাপাশি, শীর্ষ আদালতের এও নির্দেশ, যেন কোনও অভিজ্ঞ, পরিণতমনস্ক বিচারক এই মামলার শুনানি করে। সুপ্রিমকোর্ট এদিন জানিয়েছে, “একটু অভিজ্ঞ এবং পরিণত মনস্ক বিচারক এই শুনানি করলে ভাল হয়। আমরা ট্রায়াল জাজের উপর কোনও কিছু চাপিয়ে দিচ্ছি না। তবে অভিজ্ঞ লোক শুনানি করলে তাতে সব পক্ষই লাভবান হবে।” এদিন সুপ্রিম কোর্ট ১৭ মে-র নির্দেশই বহাল রেখে জানিয়েছে, নমাজপাঠকে ব্যাহত না করে শিবলিঙ্গ উদ্ধারের জায়গাকে ঘিরে রাখতে হবে। যতদিন না পর্যন্ত কোও সিদ্ধান্ত হচ্ছে মুসলিম পক্ষ নমাজ পাঠ চালিয়ে যাবেন।