নৈশ পার্টিতে যুবতীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ জিম প্রশিক্ষকের বিরুদ্ধে ৷ যুবতীকে বাঁচাতে গিয়ে তাঁর এক বন্ধুও আক্রান্ত হয়েছেন ৷ কাচের বোতল দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ নিউ ব্যারাকপুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রশিক্ষককে ৷ জানা গিয়েছে, বাড়ির নিচতলায় একটি জিম রয়েছে অভিযুক্তের ৷ শনিবার রাতে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন তিনি ৷ সেখানে সোশাল মিডিয়ায় পরিচয় হওয়া ওই যুবতীকে আমন্ত্রণ জানান ৷ যুবতী পুলিশকে জানিয়েছেন, পরিচয় হওয়ার পর দু’জনের মধ্যে নিয়মিত কথা হত ৷ ধীরে-ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব ৷ সেই সূত্রেই তিনি এদিনের পার্টিতে এসেছিলেন ৷ তবে পার্টিতে তিনি একা যাননি ৷ নিজের এক বন্ধুকেও সঙ্গে নিয়ে যান ৷ অভিযোগ, পার্টি চলাকালীন মদ্যপ অবস্থায় আচমকাই ওই জিম প্রশিক্ষক যুবতীর উপর ঝাঁপিয়ে পড়েন ৷ তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন ৷ এমনকী তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ৷ যুবতী বাধা দেওয়ায় তাঁকে মারধরও করা হয় ৷ সেই সময় যুবতীর সঙ্গে থাকা বন্ধু বাধা দিতে গেলে তাঁকেও মারধর করেন অভিযুক্ত ৷ শুধু মারধর করা নয়, হাতের কাছে থাকা কাচের বোতলের সাহায্যে যুবকের মাথায় আঘাত করেন তিনি ৷ তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন ৷ যুবতীর আরও দাবি, এরপর অভিযুক্ত জিম প্রশিক্ষক ঘরের দরজা বন্ধ করে দেন ৷ যাতে তাঁরা পালাতে না-পারেন ৷ তবে, কোনও মতে অভিযুক্তকে ধাক্কা মেরে দরজা খুলে তাঁরা সেখান থেকে পালিয়ে যান ৷ আহত বন্ধুকে সঙ্গে নিয়ে সোজা বিমানবন্দর থানায় পৌঁছন তরুণী ৷ পুলিশ যুবককে হাসপাতালে নিয়ে যায় ৷ পরে যুবতী পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তবে, ঘটনাস্থল নিউ ব্যারাকপুর থানা এলাকায় হওয়ায়, বিমানবন্দর থানার জিরো এফআইআর দায়ের করে ৷ পরে তা, নিউ ব্যারাকপুর থানায় স্থানান্তরিত করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনার পর অভিযুক্ত গা-ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি ৷ রবিবার ভোররাতে নিউ ব্যারাকপুরে তাঁর বাড়ির কাছ থেকেই অভিযুক্ত জিম প্রশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ৷ এ নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “ধৃতের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, মারধর, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আক্রান্ত যুবতীর বয়ান নথিভুক্ত করা হয়েছে ৷ তদন্ত চলছে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷”


