শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকার সময় চেকিংয়ের এক সেনা কর্মীর ব্যাগ থেকে উদ্ধার হল হ্যান্ড গ্রেনেড । আজ, সোমবার সকাল ৯টায় এই ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে খবর, রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের এক সেনা কর্মী বিমানবন্দরে ঢোকার সময় চেকিংয়ের লাইনে দাঁড়ান। তারপর তাঁর হাতের ব্যাগ পরীক্ষা করে দেখা যায় তাতে একটি বেশ বড় মাপের হ্যান্ড গ্রেনেড আছে।