৫ আগস্ট অযোধ্যায় মহা সমারোহে অনুষ্ঠিত হল রাম মন্দিরের ভূমিপূজা। রামের পর এবার কর্নাটকে ১২০০ কোটি টাকার আকাশছোঁয়া হনুমান মূর্তি বানানো হবে। কর্নাটকের হাম্পিতে তৈরি হয়েছে ‘হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। ওই ট্রাস্ট-ই হাম্পিতে স্থাপন করতে চলেছে ২১৫ মিটারের হনুমান মূর্তি। আগামী ৬ বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে এই হনুমান মূর্তি। ‘হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ একটি বেসরকারি উদ্যোগ। ট্রাস্টের প্রধান গোবিন্দনন্দ সরস্বতী স্বামী জানান, ” অযোধ্যায় রামের মূর্তির উচ্চতা হচ্ছে ২২১ মিটার। রামচন্দ্রের ভক্ত হনুমান, ভক্তের মূর্তি ভগবানের থেকে উঁচু হতে পারে না, তাই পরিকল্পিতভাবেই রামের মূর্তির থেকে ৬ মিটার কম উচ্চতার হবে হনুমানের মূর্তি।” প্রতীকী ছবি।