হাথরাসে ভয়াবহ দুর্ঘটনা। বাসের ধাক্কায় নিহত ১৭ জন। শুক্রবার উত্তর প্রদেশের হাতরাসের কাছে আগ্রা-আলিগড় জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। একটি রোডওয়েজ বাসের সঙ্গে ভ্যানের ধাক্কায় প্রাণ যায় যাত্রীদের। নিহতদের মধ্যে রয়েছেন নারী এবং শিশুরাও। আহত ১৬ জনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কানওয়ারপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে নিহতদের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাথরাসের পুলিশ সুপার (এসপি) নিপুন আগরওয়াল বলেছেন, “আগ্রা-আলিগড় জাতীয় সড়কে বাসটি ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।” নিহতরা হলেন- ইরশাদ (২৫), মুন্নে খান (৫৫), মুসকান (১৬), তল্লি (২৮), তাবাসসুম (২৮), নাজমা (২৫), ভোলা (২৫), খুশবু (২৫), জামিল (৫০) ), ছোট (25), আয়ান (দুই), সুফিয়ান (এক), আলফাজ (ছয়), শোয়েব (পাঁচ) এবং ইশরাত (50)। এসপি আরও জানিয়েছেন যে, নিহতদের সনাক্ত করার চেষ্টা চলছে এবং ঘটনায় যাদের গাফিলতি রয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। নিহতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রত্যেক মৃতের নিকটাত্মীয়ের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে প্রদানের কথা ঘোষণা করেছেন।