আইপিএস দময়ন্তী সেনেই আস্থা কলকাতা হাইকোর্টের। এর আগে মাটিয়া, দেগঙ্গা, ইংরেজবাজার ও বাঁশদ্রোণী ধর্ষণ মামলার নজরদারির দায়িত্বও দময়ন্তী সেনকে দিয়েছিল আদালত। এদিন নামখানায় শারীরিক নির্যাতনের ঘটনায় কলকাতা পুলিশের আধিকারিক আইপিএস দময়ন্তী সেনের তত্ত্বাবধানে তদন্ত করার নির্দেশ দিল হাইকোর্ট। যদি তিনি এর তদন্তভার গ্রহণ করতে রাজি থাকেন, তাহলেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছে আদালত । নামখানার ঘটনায় তদন্ত নিরপেক্ষ ভাবে হয়নি বলেই মনে করছে আদালত ৷ এদিন শুনানিতে একথাই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে বলে জানা গিয়েছে । পাশাপাশি নির্যাতিতা ও তাঁর পরিবারকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ এই ঘটনায় মামলাকারীদের বক্তব্য ছিল, নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য । সেই কারণেই তদন্ত হস্তান্তর করা দরকার সিবিআইয়ের হাতে । কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বক্তব্য ছিল, “শারীরিক নির্যাতন । যৌন নির্যাতনের ঘটনা ঘটেনি ।”