ধোপে টিকল না বিরোধী দলনেতার আপত্তি । আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। একাধিক বিধিনিষেধ জারি করে তবেই অবশ্য সভার অনুমতি দেওয়া হয়েছে। অধিকারী পরিবারের বাসভবনে ‘শান্তিকুঞ্জে’র ১০০ মিটার দূরে নির্দিষ্ট দিনেই সভা করতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে ‘শান্তিকুঞ্জ’-তে প্রবেশ করতে হলে আলাদা অনুমতি নিতে হবে। এমনই জানিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। পাশাপাশি, ওইদিন সভা ঘিরে যাতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, এসপি-কে সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি রাজশেখর মান্থা জানান, ”যে কোনও রাজনৈতিক দলের সভা, সমাবেশ করার অধিকার রয়েছে। সেখানে আদালত হস্তক্ষেপ করবে না।” তবে তিনি নির্দেশে আরও জানিয়েছেন, সভা চলাকালীন কোনওরকম বিশৃঙ্খলা যাতে না হয়, এলাকার মানুষ যাতে অসুবিধায় না পড়েন, শব্দ দূষণও যাতে না হয়, এমন নানা বিবিধ বিষয়ের দিকে নজর রাখবে জেলা পুলিশ।