জেলা

বিশ্বভারতী কর্তৃপক্ষের সব ঘরে তালা মারার অভিযোগে এবার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্র -ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের বিরূদ্ধে সব ঘরে তালা মেরে রাখার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । সেই ব্যাপারেই বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল হাইকোর্ট । ২৪ ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট দিতে হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে । একইসঙ্গে বলা হয়েছে ভার্চুয়ালিভাবে এসপিকে হাজির থাকতে হবে শুনানিতে । অচলাবস্থা কাটানোর বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই মামলার শুনানিতে আজ বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, বিশ্ববিদ্যালয়ের ঘরে তালা দিয়ে রেখে পঠন-পাঠনে অন্তরায় করছে কি না, তালা দেওয়া হলো কেন, তাই নিয়ে রিপোর্ট জমা দিতে হবে জেলা পুলিশ সুপারকে ।