জেলা

নাকাশিপাড়ায় লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫

নদীয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি ষোল চাকার লরির সঙ্গে একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটার খবর মিলেছে। পুলিস সূত্রে খবর, সংঘর্ষের ফলে গাড়িতে থাকা দুই শিশু সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে, নাকাশিপাড়া টোল প্লাজার ৩০০ মিটার দূরত্বের মধ্যে তিন চারা মোড় এলাকায়। গাড়িটি ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে কৃষ্ণনগর থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। মৃতরা প্রত্যেকেই রায়গঞ্জের বাসিন্দা বলে খবর। গাড়ির যাত্রীরা সকলেই গাড়ি করে মায়াপুর বেড়াতে এসেছিলেন বলে জানা গিয়েছে। ফিরবার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা লরিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, গাড়িটি একেবারে লরিটির চাকার ভিতরে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। লরিটির নীচে যাত্রী সমেত গাড়িটি এতটাই মিশে গিয়েছিল যে ভিতরে থাকা  মানুষদের উদ্ধার করাও সম্ভব হচ্ছিল না। অবশেষে লরিটিকে পাশের নয়ানজুলিতে ফেলে গাড়িটিকে টেনে বের করে আনা হয়। এরপর ভিতরে থাকা ব্যক্তিদের উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে পাঠায় পুলিস। সেখানে চিকিৎসকরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিস জেলার এসপি ঈশানি পাল সহ পুলিসের শীর্ষ আধিকারিকরা। কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।