দেশ

আজ ভারত সফরে ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি

শুক্রবার ভারত সফরে আসছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি। প্রথমে তিনি পৌঁছবেন মুম্বইয়ে। পরের দিন উড়ে যাবেন দিল্লির উদ্দেশে। সেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর। ২০০৮ সালে পাক সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছিল মুম্বইয়ের তাজ হোটেলে। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের বাণিজ্যনগরীতে পৌঁছে তাজ হোটেলের ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাবেন ব্রিটিশ বিদেশমন্ত্রী। পরের দিন জয়শঙ্কর-ক্লেভারলি বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ‘সন্ত্রাসবাদ বিরোধী কমিটি’র বৈঠকের আগে ভারত-ব্রিটেন এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কূটনৈতিক মহলের মতে, আগামী দশকে ভারত-ব্রিটেন পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা এক নতুন দিশা দেখাবে। সরকারিভাবে প্রথমবার ভারত সফরের আগে ব্রিটিশ বিদেশমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। ইন্দো-প্যাসিফিকে এই দেশ ব্রিটেনের স্বাভাবিক বন্ধু রাষ্ট্র।’ এদিকে, বৃহস্পতিবার ব্রিটেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।