দেশ

ভোট পরবর্তী হিংসা মামলা রাজ্যে বাইরে সরানোর মামলার শুনানি পিছল সুপ্রিমকোর্টে

২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলাগুলি রাজ্যের বাইরে সরানোর আবেদনের শুনানি সোমবার স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহ পরে ওই মামলার ফের শুনানি হবে বলে জানা গিয়েছে। তার মধ্যে রাজ্যের হলফনামার জবাব আদালতে জমা দিতে হবে সিবিআইকে। রাজ্যের বিভিন্ন আদালতে বিচারাধীন ভোট পরবর্তী হিংসার প্রায় ৪০টি মামলা রাজ্যের বাইরে স্থানান্তরের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। বলে রাখি, কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০২১ বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই। আদালতে সিবিআই জানায়, পশ্চিমবঙ্গে বিচারপ্রক্রিয়া চললে আক্রান্তদের সুবিচার দেওয়া সম্ভব নয়। সেখানে মামলাকারী, সাক্ষী, আইনজীবী এমনকী সিবিআই আধিকারিকদেরও ধমকানো হচ্ছে। তাদের নানা ভাবে প্রভাবিত করার চেষ্টা করছে শাসকদল ও প্রশাসন। এর ফলে তদন্ত বিঘ্নিত হচ্ছে। তাই মামলাগুলি অন্য কোনও রাজ্যে স্থানান্তর করা প্রয়োজন। সিবিআইয়ে আবেদনের বিরোধিতা করে গত শুনানিতে আদালতে হলফনামা জমা দিয়েছিল রাজ্য। সেই হলফনামার জবাব দিতে সোমবার সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিয়েছে আদালত।২০২১ সালে রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তভার সিবিআইকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসার ৪০টির বেশি মামলার তদন্ত করছে সিবিআই। তদন্তকারী সংস্থার অভিযোগ, নানা ভাবে তদন্ত প্রভাবিত করার চেষ্টা চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সিবিআইয়ের আবেদন গ্রহণ করে আগেই নিম্ন আদালতে সমস্ত মামলার শুনানিতে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ফলে সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছনোর কোনও প্রভাব পড়বে না বলে মনে করছে আইনজ্ঞ মহল।