দেশ

আরও বাড়বে তাপমাত্রা, ৩ রাজ্যে সতর্কতা জারি করল হাওয়া অফিস

আবারও বাড়বে তাপমাত্রা। যার ফলে একাধিক রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। সোমবার হাওয়া অফিসের তরফে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। যাতে উল্লেখ রয়েছে আজ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে প্রবল মাত্রায় তাপপ্রবাহ সৃষ্টি হবে। মঙ্গলবার বঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তাপপ্রবাহ থেকে নিজেদের বাঁচাতে বেশ কিছু পরামর্শও দিয়েছে হাওয়া অফিস। যাতে বলা হয়েছে, – সরাসরি সূর্যের তাপ এড়িয়ে চলুন। হালকা, ঢিলেঢালা পোশাক পরুন। সুতির হালকা রংয়ের পোশাক সবচেয়ে ভালো। দিনের বেলা বাড়ির বাইরে গেলে কাপড়, ছাতা কিংবা টুপি দিয়ে মাথা ঢেকে রাখুন। গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে নিজেদের বাঁচাতে হাইড্রেটেড থাকুন সব সময়ে। বেশি করে জল খান। ওআরএস (ORS) মিশ্রিত জল পান করুণ। বাড়িতে লেবুর জল, লস্যি খান।