জেলা

‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব’, কুড়মিদের হুমকি দিলীপ ঘোষের

 বিক্ষোভের পরদিনই কুড়মিদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সোমবার সকালে খড়গপুরে চা চক্রে তিনি বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে তারা রিজাইন করাক। যত মাহাতো এমপি আছে, এমএলএ আছে রিজাইন করাক। আমি ওদের সঙ্গে আছি, থাকব। আমার এলাকায় যারা বসেছিল। ধরনা দিয়েছিল দিনের পর দিন। আমি তাদের সহযোগিতা করেছি। ওরা যদি চান আমি নাম মিডিয়ার সামনে বলব।” পালটা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিলীপ ঘোষ ক্ষমা না চাইলে বাড়ি ঘেরাওয়ের হুমকি কুড়মিদের।  দিলীপ ঘোষের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জঙ্গলমহলে বিক্ষোভ শুরু করল আদিবাসী কুড়মি সমাজ । সোমবার সকাল থেকেই বিক্ষোভ দেখাতে পথে নামেন আদিবাসীরা। কেন্দা থানার কুড়ুকতুপা এলাকায় দিলীপ ঘোষের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ১৭ মে দিলীপ ঘোষের গ্রামের বাড়িতে ৫০ হাজার মোটর সাইকেল চেপে কুড়মিরা বিক্ষোভ দেখাবেন। কাপড় খোলার জন্য দিলীপের মুখোমুখি হবেন তাঁরা।