কলকাতা

বড়দিনের আগের রাতেই ভিড় উপচে পড়ল পার্ক স্ট্রিটে

প্রত্যেক বছর মতো এবারেও সেজে উঠেছে পার্ক স্ট্রিট। নানারকমের আলোয় সেজেছে পার্ক স্ট্রিট। রাত পোহালেই বড়দিন। বড়দিনের আগে আজ, রবিবার রাতেই পার্ক স্ট্রিটে উপচে পড়েছে ভিড়। বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে কড়া নিরাপত্তাও। এবারেও রেকর্ড ভিড় হতে পারে বলে মনে করছেন সকলে। এখানের আলোকসজ্জায় এখন শুধুই উৎসবের মেজাজ। ছোট থেকে বড় সকলে আনন্দে মাতোয়ারা হয়ে নেমে পড়েছেন। বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত আলোর রোশনাইয়ে এভাবেই দেখা যাবে কলকাতার পার্কস্ট্রিটকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্রিসমাস সেলিব্রেশন ২০২৩। কেকের গন্ধে মঁ মঁ করছে শহরের অলিগলি। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে অলিগলি। আজ, রবিবার ক্রিসমাস ইভ উপলক্ষ্যে জমজমাট হয়ে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর। বড়দিন উদযাপনে মেতে উঠেছে আট থেকে আশি সকলেই। বড়দিন ও বছরের শেষ সপ্তাহে উৎসবে এবার মেতে উঠল কলকাতা। ঝলমলে পার্ক স্ট্রিট, ইকোপার্ক–সহ শহরের নানা প্রান্তে এখন শুধুই উৎসবের মেজাজ। পার্ক স্ট্রিটের নানা প্রান্তে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। তার মধ্যেই চলছে সেলফি তোলা। নানা জেলা থেকে মানুষ এখানে এসে ভিড় করেছেন। পুলিস–প্রশাসন এখন থেকেই তৎপর। ব্যারিকেড করে এখন থেকেই যান নিয়ন্ত্রণ করতে হচ্ছে।