কলকাতা

আগামী ৪৮ ঘন্টায় রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার ও বুধবার রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এদিকে, আগামী দু’‌দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম ও ঝাড়খণ্ডে। আগামী চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, মনিপুর এবং ত্রিপুরায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ, কঙ্কন গোয়া, মধ্য মহারাষ্ট্র ও রাজস্থানে।