ভারী বৃষ্টির জেরে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টির জেরে রাস্তাঘাট জলমগ্ন। বৃহস্পতিবারের পর শুক্রবার ভারী বৃষ্টি অব্যাহত সেখানে। তার ওপর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী পাঁচ দিন দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণ–পশ্চিম দিল্লির বসন্ত বিহার, মুনিরকা, আর কে পুরম এলাকায় চলছে বৃষ্টি। আইএমডি জানিয়েছে, সকাল সাড়ে ৯টার পর বৃষ্টির পরিমাণ একটু কমলেও ঝোড়ো হাওয়া জারি থাকবে। গত বৃহস্পতিবারও দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বিকেলের পর নামে স্বস্তির বৃষ্টি। যদিও এত বেশি বৃষ্টি হয়েছে যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। একাধিক এলাকায় তীব্র যানজট।