নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলির জলস্তর যেমন বাড়বে, তেমনই পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার বিহারের উপরে অবস্থান করা একটি নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাস্প রাজ্যে ঢুকতে শুরু করেছে। এই দুয়ের প্রভাবে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার মালদা, দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।