দেশ

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র, মৃত ১১

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা ৷ রবিবার দুপুর থেকে সোমবার সকালের মধ্যে ১১ জনের মৃত্যুর পাওয়া গিয়েছে ৷ তার মধ্যে জলে ডুবে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে ৷ বাকিদেরও প্রাণ গিয়েছে বৃষ্টি সংক্রান্ত কারণেই ৷ কয়েকটি এলাকার পরিস্থিতি এখনও বেশ খারাপ ৷ সেগুলির সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না ৷ সেদিক থেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা ৷ এরইমধ্যে এদিন সকাল থেকে মুম্বইয়ের অন্ধেরি, মালাড, বরিভালির মতো জায়গায় নতুন করে ভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ তাতে উদ্ধারের কাজও ব্যাহত হয়েছে ৷ পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে ছত্রপতি সাম্ভাজি নগর জেলার সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ অন্য কয়েকটি জেলাতেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ছত্রপতি সাম্ভাজি নগরের সর্বত্র ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে ৷ পাশাপাশি হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নাসিক, জালনা, ধুলে, জলগাঁও, নান্দুরবার এবং মারাঠওয়ারের প্রবল বৃষ্টি হবে ৷ তার ফলে আরও কয়েকটি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ বুধবারের পর থেকে পরিস্থিতি খানিকটা ভালো হতে শুরু করবে ৷ কমে আসবে বৃষ্টির পরিমাণ ৷ ততদিন মুম্বইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় দুর্যোগ চলতে থাকবে ৷ তার জেরে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷