কলকাতা জেলা

রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

কলকাতাঃ আজ শহর ও শহরতলির আকাশ সারাদিন মেঘলা থাকবে। আদ্রতা জনিত কারণে অস্বস্তি বেড়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ১৫ জুলাই অবধি উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা । পাশাপাশি মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ৮ টা ৩৫ মিনিটে শহরের এই মুহূর্তের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।রবিবার রাতে বজ্রবিদ্যুত্‍ সহ কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস যে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস, তা মিলে গিয়েছে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে|