কলকাতা জেলা

আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টি সম্ভাবনা!

ফের ঘোর বর্ষার ভ্রুকুটি রাজ্য জুড়ে। ইতিমধ্যে উদ্বৃত্ত বৃষ্টি হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। যা গত দু’বছরে হয়নি বলেই দাবি হাওয়া অফিসের। ঘাটতি থাকলেও তা পূরণে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গও। ফলস্বরূপ বঙ্গের আকাশে বর্ষার হাত ধরে দুর্যোগ চলছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের ওপরে অবস্থিত ঘূর্ণাবর্ত বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় বঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝখানে রয়েছে। উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অতিক্রম করেছে। মৌসুমী অক্ষরেখাটি সক্রিয় এবং তা আপাতত বিকানের, রাঁচি, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই তিনের প্রভাবে পশ্চিমবঙ্গে আগামী দু’দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। আরও তিনদিন ভারী বৃষ্টি চলবে সেখানে। উত্তরবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা সক্রিয়। ফলে আগামী ৫ অগাস্ট অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলাতেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং জেলায় এক-দুটি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।  আগামিকাল, শুক্রবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনাও রয়েছে। শুক্রবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। তবে শুক্রবার থেকে কমবে বৃষ্টির দাপট। আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে উত্তর দিনাজপুরে। আগামী সপ্তাহেও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা রয়েছে এই পাঁচ জেলায়। আগামী মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। এদিকে একটানা প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গে দুর্ভোগ আরও বাড়ছে। তিস্তা নদীর জলস্তর বেড়েছে ফের। নদীর জল ১০ নম্বর জাতীয় সড়কে ঢুকে পড়েছে। এর ফলে সিকিম ও কালিম্পং-এর যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাহাড়ে একাধিক জায়গায় ধসের ঘটনাও ঘটেছে।  আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, জুনে বৃষ্টির সামান্য ঘাটতি থাকলেও, জুলাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে।‌ চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে ফের বাড়তে পারে নদীর জলস্তর। আবারও নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ে ধস নামার সম্ভাবনাও রয়েছে।