কলকাতা

জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি, চলবে সোমবার পর্যন্ত

সপ্তাহান্তে আবার ভারী বৃষ্টি। পুজোর আর একমাসও বাকি নেই, তবু শরতের আকাশ যেন বর্ষার রঙেই সেজে রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ শনিবার থেকে বৃষ্টি শুরু হবে, রবি এবং সোমবারে তা ভারী বৃষ্টির চেহারা নেবে। উত্তরবঙ্গেও ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর।  জানা গেছে, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর সঙ্গে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত আর একটি অক্ষরেখা দেখা যাচ্ছে। জোড়া চাপে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোম-মঙ্গলের বৃষ্টি থামতেই ভ্যাপসা গরম অস্বস্তি দিচ্ছিল বঙ্গবাসীদের। সেই অস্বস্তি থেকে কিছুটা আরাম দেবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প ঢুকে পড়ায় শনিবার থেকেই বৃষ্টি হবে। পূর্বাভাসে বিন্দুমাত্র ভুল নেই, সকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। পূর্বাভাস আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও। তবে বৃষ্টির তীব্রতা বাড়বে রবি এবং সোমবার। জানা গেছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।