কলকাতা জেলা

কলকাতা-সহ একাধিক জেলায় ভারি বৃষ্টি

পূর্বাভাস ছিলই। সেটাই সত্যি হল। মঙ্গলবার বেলা গড়াতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি শুরু হয়। আজ ভারি বৃষ্টির হয়েছে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা এবং দুই চব্বিশ পরগনায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টিপাত হয়। নাগাড়ে বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এর ফলে তাপমাত্রার সাময়িক হেরফের হতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৪.৩ মিলিমিটার। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি শুরু হয়েছে। সাময়িক স্বস্তি পাচ্ছেন বাসিন্দারা। দক্ষিণের পাশাপাশি বৃষ্টি চলছে উত্তরেও। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বেশ কিছু জায়গায় জারি হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। লাগাতার বর্ষণের জেরে উত্তরের নদীগুলিতে ক্রমশ বাড়ছে জলের মাত্রা। বিপদসীমার উপর দিয়েও বইছে কয়েকটি নদী। নাগাড়ে বর্ষণের জেরে বন্যার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।