দেশ

গত তিনদিন টানা ভারী বৃষ্টিতে মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক এলাকা জলমগ্ন

 গত তিনদিন মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় চলছে ভারী বৃষ্টি । বিপর্যস্ত মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন । মুম্বই শহর ও শহরতলিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস । আজ ও আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । গতকাল পর্যন্ত 46 বছরে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি দেখেছে মুম্বইয়ের কোলাবা । বৃষ্টির জেরে মধ্য ও পশ্চিম শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় গতকাল । তবে, আজ পরিস্থিতির একটু উন্নতি হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে । যদিও মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন ঘণ্টায় মুম্বইয়ে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । মৌসম ভবনের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, মুম্বই শহর ও শহরতলিতে আগামী কয়েকঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । গত রাত থেকেই মুম্বই, থানে ও পালগড় জেলায় ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকায় জলের তলায় চলে গেছে রেললাইন । অনেক রাস্তাও জলমগ্ন । মুম্বইয়ে জল পরিষেবা প্রদানকারী বিহার লেকও ভাসছে । আবহাওয়া অফিসের সতর্কতার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও সকলকে বাড়িতে থাকারই পরামর্শ দিয়েছেন । গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কাউকে বের হতে নিষেধ করেছেন তিনি । জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে সমুদ্রে । তাই এই সময়ে সমুদ্রে যেতেও সকলকে নিষেধ করা হয়েছে । মুম্বইয়ের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ।