জেলা

এবার রাজ্যে তিন জেলায় তৈরি হবে হেলিপোর্ট

রাজ্য সরকার এবার দার্জিলিং,কালিম্পং ও রায়গঞ্জে এবার হেলিপোর্ট তৈরি করতে চলেছে। মোট সাড়ে সাত কোটি টাকা খরচ হচ্ছে। হেলিপোর্ট পিছু খরচহতে চলেছে ২.৫ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের গতিশক্তি প্রকল্পে এই হেলিপোর্ট তৈরি হবে। এই প্রকল্পে পবন হংস টেকনিক্যাল সাহায্য করবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার থেকে লাইসেন্স তারা করবে। পবন হংস DGCA-র সঙ্গে সমস্ত যোগাযোগ করবে। প্রতি সপ্তাহে এখানে একাধিক উড়ান পরিষেবা থাকবে ৷ DGCA থেকে নেওয়া হবে লাইসেন্স। জমি পাওয়া গিয়েছে দার্জিলিংয়ের টাইগার হিলের কাছে ৷ সিঞ্চলে হেলিপোর্ট হবে বলেই জানা গিয়েছে ।