আগামিকাল থেকে চেন্নাইয়ে মাস্ক বাধ্যতামূলক করল সরকার। পুরসভার নির্দেশিকা অনুযায়ী, কোনও ব্যক্তি যদি মাস্ক ছাড়া রাস্তায় বের হন তাহলে ৫০০ টাকা জরিমানা করা হবে। কারণ গত ১০ দিনে তামিলনাডুতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬হাজারের গণ্ডি। যার মধ্যে সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়েছে চেঙ্গালপাট্টু ও চেন্নাইয়ে। ফলে এই পরিস্থিতিতে হাল ধরতে না পারলে ফের চতুর্থ ঢেউ আছড়ে পড়বে এই রাজ্যে। এমনটাই আশঙ্কা তামিলনাডু প্রশাসনের। গতকালের রিপোর্ট অনুযায়ী, তামিলনাডুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৭২ জন। যার তিন ভাগের দুভাগই চেন্নাই-এর। ১ হাজার ৭২ জন। অন্যদিকে, ৩৭৩ জন আক্রান্ত হয়েছেন চেঙ্গালপাট্টু থেকে। ১৩১ জন থিরুভাল্লুর থেকে। সংক্রমের দিক থেকে চেন্নাই এগিয়ে থাকলে পজিটিভিটি রেট বেশি থিরুভাল্লুর এবং চেঙ্গালপাট্টুতে, ১১.৩ শতাংশ। যা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। বিশেষজ্ঞ-চিকিৎসকদের কথায়, করোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে ফের ঘরবন্দি হতে পারে মানুষ। তাই একপ্রকার বাধ্য হয়েই আগামিকাল থেকে মাস্ক বাধ্যতামুলকের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাডু প্রশাসন।