কলকাতা

হিডকোর উদ্যোগে কলকাতায় প্রথমবার পাতালপথে চলবে গাড়ি

এবার নিউটাউনে পাতালেও চলবে গাড়ি। আন্ডারগ্রাউন্ড সাবওয়ে দিয়ে গাড়ি চলার সাক্ষী থাকবে কলকাতা। নিউটাউনে বিশ্ববাংলা গেটের নীচে সাবওয়ের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ৬৮ কোটি টাকায় তৈরি হবে এই সাবওয়ে। মূলত যানজটের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ হিডকোর। সাবওয়ের টানেল ৩২০ মিটার লম্বা ও ৭ মিটার চওড়া হবে। চলতি সপ্তাহ থেকেই এই কাজ শুরু হয়েছে। মনে করা হচ্ছে এই বছরেই শেষ হয়ে যাবে এই সাবওয়ের কাজ। পরে এই সাবওয়ে এয়ারপোর্ট পর্যন্ত যাবে। এই আন্ডারগ্রাউন্ড সাবওয়ে দিয়ে গাড়ি চলাচল করবে এবং ওপরের রাস্তা দিয়ে বাস যাতায়াত করবে এর ফলে যানজট নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আর অসুবিধা হবে না। হিডকোর পক্ষ থেকে বলা হয়েছে এরকম সাবওয়ে কলকাতা তো বটেই রাজ্যের ক্ষেত্রেও একেবারে প্রথম। চলতি বছর ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী হিডকো। মনে করা হচ্ছে এই সাবওয়ে তৈরির পর আলাদা করে আর যান নিয়ন্ত্রণ করতে হবে না। এর ফলে ভোগান্তিও কমবে খানিকটা। সল্টলেক৷ নিউটাউন এলাকায় যারা যাতায়াত করবে ছোট গাড়ি নিয়ে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। পাতালপথে সাবওয়ে দিয়ে গাড়ি চলাচলের পথ দেখাবে বাংলা।