প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারণ করা স্কুল শিক্ষককে পুনর্নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ‘এই রাজ্যে টাকা না দিলে চাকরি হয় না ।’ মুর্শিদাবাদের বাসিন্দা মিরাজ শেখ নামে এক ব্যক্তিকে আগামী ছয় মাসের মধ্যে পুনরায় নিয়োগ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মিরাজ শেখ ইংরেজি সাহিত্যে অনার্স-সহ 45 শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন । ২০২০ সালে তিনি পরীক্ষার মাধ্যমে প্রাথমিক স্কুলে চাকরিতে নিযুক্ত হন । কিন্তু জেনারেল ক্যাটেগরি প্রার্থীদের জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক, এই যুক্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাঁকে চাকরি থেকে অপসারণ করে । কিন্তু তিনি আদালতে জানান তিনি সংরক্ষিত ক্যাটেগরির একজন প্রার্থী । সেক্ষেত্রে তাঁকে চাকরি থেকে বহিষ্কার করা যায় না । ২০২১ সালে তিনি চাকরি পেলেও চার মাসের মধ্যে তাঁর চাকরি কেড়ে নেওয়া হয় । এই বিষয়ে বিক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “এ রাজ্যে টাকা না দিলে কারোরই চাকরি হয় না । মানিক ভট্টাচার্যকে মনে হয় টাকা দেয়নি সেই জন্য মামলাকারীর চাকরি বাতিল হয়েছে।”