গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে মঙ্গলবার বিকেলে শুনানি ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানির সময়েই আইনজীবীকে সতর্ক করে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, কোর্টকে অসম্মান করলে ঢোকা বন্ধ হয়ে যাবে। গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের আইনজীবী ছিলেন কৌস্তভ বাগচী। তাঁর উদ্দেশ্যেই বিচারক বলেন, আদালতে কেমন আচরণ করতে হয়, তা বোধ হয় জানেন না আইনজীবী। উল্লেখ্য, হ্যারিকেন মিছিল মামলার শুনানি ছিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে। এদিন দুপুরে শুনানির ‘সময়’ নিয়ে মতবিরোধে জড়িয়ে পড়েন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং আইনজীবী। আইনজীবী বলেছিলেন বুধবার সকাল সাড়ে ১০টায় মামলা গ্রহণ করা হোক। বিচারপতি বলেছিলেন আজ বিকেল ৪টায় মামলার শুনানি হবে। আইনজীবী বাদানুবাদের সময় বলেন, ‘ধর্মাবতারের এখানে ব্যক্তিগত স্বার্থ রয়েছে’। এরপরে তিনি জোর করেছিলেন, মামলা আজ দুপুরে সেই মুহূর্তেই শোনার জন্য। বিচারপতি বলেছিলেন, ‘আদালতের সঙ্গে কী ভাবে ব্যবহার করা উচিৎ, তা বোধ হয় আপনার জানা নেই’। আইনজীবীর উদ্দেশে বলেছিলেন, আপনার কথায় কোর্ট চলবে না। কোর্ট নিজের পদ্ধতিতে চলবে। উল্লেখ্য, বিচারপতি এও বলেছিলেন, আপনাকে সময় দেওয়া হচ্ছে। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি রয়েছে, বলেও উল্লেখ করেছিলেন বিচারপতি। অবশেষে, বিকেল ৪টে নাগাদ এই মামলার শুনানির সময় ঠিক করা হয়। শুনানির পরে ডিভিশন বেঞ্চের রায়, আগামী ১৭ মে মিছিল শুরু করতে হবে দুপুর ১২টা নাগাদ। শেষ করতে হবে বিকেল ৪টের মধ্যে। উল্লেখ্য, কালীঘাটে বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ মুখার্জি স্ট্রিটে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওই রুটে মিছিল করা যাবে না। মিছিল করতে হবে অন্য রাস্তায়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, মিছিল করা যাবে আশুতোষ মুখার্জি রোডে।