কলকাতা

মুখ্যমন্ত্রীর পাড়ায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল নয়, নির্দেশ ডিভিশন বেঞ্চের

শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দিয়েছিলেন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শুনানির পরে বিচারপতিদের বেঞ্চের রায়, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল হরিশ মুখার্জি রোড ও কালীঘাটে করা যাবে না। উল্লেখ্য, কালীঘাটে বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ মুখার্জি স্ট্রিটে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওই রুটে মিছিল করা যাবে না। মিছিল করতে হবে অন্য রাস্তায়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, মিছিল করা যাবে আশুতোষ মুখার্জি রোডে। বলা হয়েছে, মিছিলকে থামতে হবে কালীঘাট থানার কাছে দেওয়া ব্যারিকেডের আগেই। আবেদন ছিল সন্ধ্যায় মিছিল করার। আদালতের নির্দেশ, আগামী ১৭ মে দুপুর ১২টায় মিছিল শুরু করে তা শেষ করতে হবে বিকেল ৪টা’র মধ্যে।